৮ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ গজারিয়ায় বাড়ি নির্মাণ কড়াই চাঁদা দাবি কড়াই এক জন ওয়ারেন্টের আসামী গ্রেপ্তার পরকীয়া প্রেমের এক নারী সহ গ্রেফতার তিন জন, গজরিয়া থানার এসআই/মোহাম্মদ ফরহাদ হোসেন ও এসআই/মোঃ সবুজ মিয়া ও এএসআই/মনির হোসেনগণ সঙ্গীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় অভিযান চালিয়ে বাড়ী নির্মাণ কাজে চাঁদা দাবী করায় অপরাধে নিয়মিত মামলা আসামী ১। বশির উদ্দিন রকিব (২৭), পিতা-মৃত আঃ রশিদ,গ্রাম-ভবেরচর, ও জি,আর ওয়ারেন্ট এর পলাতক আসামী ২।মোঃ আলমগীর হোসেন বেপারী (৩৪), পিতা-মৃত ইব্রাহীম বেপারী, সাং-পোড়া চক বাউশিয়া,কে সহ পরকীয়া প্রেম সংক্রান্তে মারপিটের মামলার আসামী ৩।নাছরিন বেগম (৪০), স্বামী-ফরিদ উদ্দিন, গ্রাম- আলিপুরা, কে গ্রেফতার করা হয় পরে আসামিদের মুন্সিগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।