২২ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
‘ভারত টিকা দিচ্ছে না বলে বাংলাদেশ ইলিশ পাঠাচ্ছে না’- ভারতীয় সংবাদ মাধ্যমের এমন খবরের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, আমরা এতো নিচু মানসিকতার নই।
মঙ্গলবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সম্প্রতি কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, দিল্লি টিকা দিচ্ছে না বলে বাংলাদেশ ইলিশ পাঠাচ্ছে না।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, আমরা এতো নিচু মানসিকতার নই। এর বেশি তিনি কিছু বলতে চাননি।
ভারতে বেশ কয়েক বছর ধরে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশ।