জেলহত্যার ঘটনাকে ইতিহাসের কলঙ্কিত অধ্যায় বলে অভিহিত করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। রোববার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন,‘৩ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন। কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতার হত্যাকাণ্ড ছিল জাতির পিতাকে সপরিবারে হত্যার ধারাবাহিকতা। এই ঘৃণ্য হত্যাকাণ্ডের মাধ্যমে দেশবিরোধী চক্র বাংলার মাটি থেকে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে বাঙালিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি। জাতির পিতার আদর্শের পতাকাকে ধারণ করে শেখা হাসিনা জনগণের সমর্থনে ক্ষমতায় বসেছেন। ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।’
ষড়যন্ত্রকারীরা এখনো তৎপর মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘এদের সম্পর্কে সজাগ থাকতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, আবু আহমেদ মান্নাফি, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সাংবাদিক মানিক লাল ঘোষ, অভিনেত্রী তারিন, শিল্পী খন্দকার রফিকুল আলম প্রমুখ।