১৭ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে ৩৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট -৩ এর আদালতে এই মামলাটি দায়ের করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন।
মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী মোহাম্মদ আবু হানিফ জানান, আল্লামা শফীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ৩৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় হেফাজতে ইসলামের বর্তমান কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককেও আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে ( পিবিআই ) তদন্ত করে প্রতিবেদন দেওয়ায় আদেশ দিয়েছেন।