মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলায় নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যঙ্গের ছাতার মতো ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার,সহ বেসরকারি হাসপাতাল গড়ে উঠেছে। যে গুলো স্থানীয় আধিপত্যশালী ব্যক্তিরা শেল্টার দিয়ে চালায়। এতে করে স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ। যুগযুগ ধরে এ খাতের অনিয়ম গুলো নিয়মে পরিনত হয়েছে। ইদানীং কিছু মোবাইল কোর্ট পরিচালনা করছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ। গতকাল সোমবার ৩ টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে লাখ টাকার উপরে জরিমানা করা হয়েছে। এ অভিযান পরিচালনা করার পর গণমাধ্যমের সাথে স্বাস্থ্য কর্মকর্তা ডা.সায়মা রহমান বলেন এ অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে সুশীল সমাজের একাধিক ব্যক্তির সাথে কথা বলেন এমন অভিযান প্রায়ই হয় পরবর্তীতে ম্যানেজ হয়ে যায়। দেদারসে চলে মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে অপ ব্যবসা।