• সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে জিহাদ ঘোষণা করতে হচ্ছে: জেলা প্রশাসক

রিপোর্টার : / ৭৩ বার পঠিত
আপডেট টাইম : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

 

রাঙামাটি প্রতিনিধি।।

রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেছেন, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসনকে জিহাদ ঘোষণা করতে হচ্ছে। তবু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ অবস্থায় ব্যবসায়ীদের নৈতিকতার পরিবর্তন না এলে কোনোভাবেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।সূত্র : বাংলা ট্রিবিউন

শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি স্লোগানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

এর আগে সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে দিবসের র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় মিলিত হয়।

এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক রানা দেব নাথ প্রমুখ।

সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবহিত করা হয়। সেইসঙ্গে ব্যবসায়ীদের আইন সম্পর্কে সচেতন করা হয়।

সভায় বক্তারা বলেন, অনলাইন কেনাকাটা বা আর্থিক লেনদেন যেন স্বচ্ছ হয়, এখানে যেন কোনও ধরনের প্রতারণা বা অনিয়ম না হয়। গ্রাহকরা যেন তাদের ন্যায্য অধিকার পান, সে বিষয়ে ব্যবসায়ী ও ভোক্তা প্রত্যেকেই সচেতন হতে হবে। ব্যবসায়ীরা যাতে মেয়াদোত্তীর্ণ কোনও পণ্য বিক্রি না করেন এবং এর দ্বারা কোনও ভোক্তা ক্ষতিগ্রস্ত না হন। সেদিকে খেয়াল রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১