১৩ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাস্তা থেকে তুলে নিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাইফুল নামের এক যুবকের বিরুদ্ধে। রোববার (১৩ জুন) দুপুরে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।
জানা যায়, শনিবার (১২ জুন) সকাল ১০টার দিকে স্থানীয় একটি কোচিং সেন্টার থেকে কোচিং শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল মেয়েটি। পথে শ্মশান এলাকায় একা পেয়ে সাইফুল গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে তাকে একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করে সাইফুল। কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, মেয়েটির ডাক্তারি পরীক্ষা শেষ হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।