• শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

সীমান্তে জনতার হাতে ভারতীয় নাগরিক আটক

জামালপুর প্রতিনিধি / ২০৪ বার পঠিত
আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

১৫ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

জামালপুর জেলার বকশীগঞ্জ সীমান্তে স্থানীয় জনতার হাতে সুমন মিয়া (২০) নামে এক ভারতীয় নাগরিক আটক হয়েছেন। পরে তাকে স্থানীয় কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তুফা কামালের তত্ত্বাবধানে রাখা হয়।

জানা যায়, আটক ভারতীয় নাগরিক সুমন মিয়ার বাড়ি জলপাইগুরি জেলার সদর থানার এসপসকারা গ্রামে। তার বাবার নাম তালেব মিয়া।

স্থানীয়রা অভিযোগ করেন, সীমান্তে এক অপরিচিত যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। পরে এলাকাবাসী তাকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। তবে বিজিবির পক্ষ থেকে তাকে গ্রহণ করা হয়নি। বর্তমানে স্থানীয় কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তুফা কামালের তত্ত্বাবধানে রয়েছেন।

জামালপুর বিজিবির কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মুনতাসির বলেন, কামালপুর বাজার থেকে স্থানীয়রা সোমবার রাত ১২টার দিকে ওই ভারতীয়কে আটক করেছে। সে কারণে এ বিষয়ে পুলিশই ব্যবস্থা নেবে।

তবে বকশীগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এটি সীমান্তের বিষয়, বিজিবি আটক করে থানায় দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১