১৬ জুন ২০২১, আজকের মেঘনা. কম, সৈয়দ আনোয়ার,হোমনা (কুমিল্লা)প্রতিনিধি:
হোমনায় বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কার্যক্রমের অংশ হিসেবে হোমনার নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন ও বেড় জাল বিতরণ করেন সেলিমা আহমাদ এমপি।
সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জেলেদের মাঝে সেলাই মেশিন ও জাল বিতরণ করেন।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ৩০ জন নিবদ্ধিত জেলের মাঝে সেলাই মেশিন এবং ৫ জন করে ২০টি গ্রুপে এক শ’ জনের মাঝে ২০টি বেড় জাল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহেনূর মিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বেলায়েত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, জালাল উদ্দিন খন্দকার ও কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, যুবলীগের সাধারণ সম্পাদক কায়সার বেপারী, ছাত্রলীগ নেতা মো. রফিকুল ইসলাম ও ফয়সাল সরকার প্রমুখ।