• মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

রাজশাহীতে ধসে পড়লো চারতলা ভবন

ডেস্ক রিপোর্ট / ২০৩ বার পঠিত
আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১

২০ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজশাহীর কয়েরদারা খ্রিস্টানপাড়া এলাকায় একটি পরিত্যক্ত চারতলা ভবন ধসে পড়েছে। রোববার (২০ জুন) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবনটির মালিক ছিলেন আক্তারুজ্জামান বাবলু নামের এক ব্যবসায়ী। প্রায় এক বছর আগে তিনি মারা গেছেন। এখন ভবনের মালিকানায় আছেন তার ছোট ভাই নুরুজ্জামান পিটার। তবে আক্তারুজ্জামান বাবলুর মৃত্যুর পর থেকে ভবনটিতে আর কাজ হয়নি।

ভবন মালিকের ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন মডি দাবি করেন, ভালো মানের সামগ্রীই ব্যবহার করা হয়েছিলো। ভবন আগেই নির্মাণ করা হয়েছিলো। কিন্তু কেউ থাকতো না।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কাছ থেকে এই ভবনটির নকশার অনুমোদন নেওয়া হয়েছিলো কি না, তা তিনি জানেন না।

ভবনটির নকশা অনুমোদন ছিলো কি না, তা জানতে আরডিএ’র অথরাইজড অফিসার মুহা. আবুল আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, ভবনটির দৈর্ঘ্য প্রায় ৮০ ফুট। প্রস্থে ছিলো ৪০ ফুট। চারতলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছিলো। ওপরে আরেকতলা তোলার জন্য বিম ওঠানো হয়েছিলো। অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছিলো। এ কারণে ভবনটি ভেঙে পড়েছে। ভবনের নকশা অনুমোদন ছিলো কি না, কোনো ধরনের নির্মাণ সামগ্রী ব্যবহার হয়েছিলো-এসব তারা তদন্ত করে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০