শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের ২০২১
২৮ জুন ২০২১, আজকের মেঘনা. কম, মেঘনা প্রতিনিধি :যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। একটি জাতিকে সু শিক্ষায় শিক্ষিত করতে একজন আদর্শ শিক্ষকের বিকল্প নেই ।
কর্মময় জীবনে অধ্যবসায়, নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতায় আবদ্ধ থাকতে বেশ স্বাচ্ছন্দবোধ করেন মানিকার চর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম ভূঁইয়া। তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে শিক্ষার্থীদের ফলাফলে প্রতিষ্ঠান কে বার বার উপজেলায় সেরা প্রতিষ্ঠানে রুপান্তরিত করেছেন।
তার অসংখ্যা শিক্ষার্থী সমাজে প্রতিষ্ঠিত। একজন বিনয়ী, দায়িত্বশীল শিক্ষককে সম্মাননা দিয়ে শিক্ষক সমাজকে অলংকৃত করেছেন যা আলোকিত জাতি গঠনে সহায়ক হবে। দেশের স্বনামধন্য গবেষণা সংস্থা শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের ২০২১ সালের সমীক্ষা ও পর্যালোচনা কমিটি এবার সারাদেশে বেশকয়েকটি ক্রাইটেরিয়ায় পেশাজীবি ও সমাজসেবীদের নির্বাচিত করেছেন। তন্মধ্যে শিক্ষা ক্ষেত্রে আদর্শ শিক্ষক হয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা স্বর্ণপদক-২০২১’ প্রাপ্ত হয়েছেন আবুল কালাম ভূইয়া।
তিনি মেঘনা উপজেলার বারহাজারী গ্রামের কৃতিসন্তান। ২৫ জুন, রাজধানী ঢাকাস্থ সেগুন বাগিচা কচিকাঁচার মিলনায়তনে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় দেশ বরেণ্য খ্যাতি মান সুধীমহল উপস্থিত ছিলেন।