• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন

ভারী বর্ষণে তলিয়ে গেছে রোহিঙ্গাদের অর্ধশতাধিক ঘর

ডেস্ক রিপোর্ট / ২১৩ বার পঠিত
আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১

০৪ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গাদের অর্ধশতাধিক ঘর। এ ছাড়া মাটি সরে গিয়ে রোহিঙ্গা শিবিরের কাটাতারের সীমানা প্রাচীরের পিলার ধসে পড়েছে।

রোববার (৪ জুলাই) বেলা ১১টার দিকে টেকনাফের উনছিপ্রাং ও উখিয়ার থ্যাংখালী ক্যাম্পে এ চিত্র দেখা গেছে।

এপিবিএনের কর্মকর্তারা বলছেন, টানা বৃষ্টির কারণে টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা শিবিরের এ ব্লকের প্রায় ২০টি ঘর পানিতে তলিয়ে গেছে। প্লাবিত হওয়ায় এসব ঘরে রোহিঙ্গারা থাকতে পারছেন না।

এ ছাড়া উখিয়ার থ্যাংখালী ক্যাম্পে আরও অন্তত ৩০টি বসতি প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ভারী বর্ষণের কারণে মাটি সরে গিয়ে শিবিরের কাটাতারের সীমানা প্রাচীরের পিলার ধসে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, আমাদের কাছে খবর আছে উনছিপ্রাং ক্যাম্পে ২০টির মতো রোহিঙ্গা বসতি প্লাবিত হয়েছে। তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য ক্যাম্প ইনচার্জসহ এপিবিএন কাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসৌদ্দজা নয়ন বলেন, প্লাবিত হওয়ার নির্দিষ্ট সংখ্যা জানতে হলে একটু অপেক্ষা করতে হবে। তবে কিছু কিছু ক্যাম্প প্লাবিত হয়েছে। পানি নেমে গেলে সবঠিক হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১