• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন

চিকিৎসককে মারধরের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ১৭৬ বার পঠিত
আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১

০৭ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগে মাহবুবুল হক মনি নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করে থানা ও ডিবি পুলিশ। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ।

মামলায় ওই চিকিৎসক অভিযোগ করেন, মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি সেবার নম্বরে কল করেন মাহবুবুল হক মনি। এ সময় তিনি তার মায়ের করোনা পরীক্ষার জন্য বাসায় গিয়ে নমুনা সংগ্রহের বিষয়ে জানতে চান। তখন তাকে বলা হয়, বাসায় গিয়ে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। তার মাকে হাসপাতালে নিয়ে এসে নমুনা জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এর কিছুক্ষণ পর মনি তার দলবল নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মেডিকেল অফিসারের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে গালিগালাজ ও মারধর করেন। এ ঘটনায় ডা. এ এইচ এম সালেকিন মামুন শারীরিক বিপর্যস্ত বলেও জানান অভিযোগে।

ওসি দুলাল আকন্দ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পরই মাহবুবুল হক মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিছুক্ষণ পর তাকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১