০৭ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত রংপুর বিভাগে এক লাখ ৬৬ হাজার ৯১৬ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত ৩০ হাজার ১১৩ জনকে শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২১ হাজার ৭৪৪ জন।
বুধবার (৭ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ১৪ জনের মধ্যে দুই জনের বাড়ি রংপুর জেলায়, নীলফামারীর একজন, লালমনিরহাটের দুই জন, কুড়িগ্রামের একজন, ঠাকুরগাঁওয়ের চার জন, দিনাজপুরের তিন জন ও একজন গাইবান্ধার বাসিন্দা। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬০৬ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলার এক হাজার ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত ৫৭১ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রংপুরে বাড়ি ২৬৪ জনের, পঞ্চগড়ের ৮৬ জন, নীলফামারীর ১৫৫, লালমনিরহাটের ৫৫, কুড়িগ্রামের ১১৫, ঠাকুরগাঁওয়ের ২২৫, দিনাজপুরের ৩১২ ও ১৫৪ জন গাইবান্ধার বাসিন্দা।