• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

টেকনাফে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

ডেস্ক রিপোর্ট / ১৮৬ বার পঠিত
আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১

০৭ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজারের টেকনাফে অস্ত্র-গুলিসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন ও সেনাবাহিনীর টিম। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফের ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের এ-ব্লক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে নুর আলম (২০), জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ ইয়াকুব (২৭), মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ জুবায়ের (১৯), মোহাম্মদ ইসলামের ছেলে আমির হোসেন (৩০) ও আবু তাহেরের ছেলে রিদুয়ান (১৮)।

এপিবিএন এবং সেনাবাহিনী সূত্রে জানা যায়, ওই ক্যাম্পের রশিদ উল্লাহ নামের এক রোহিঙ্গার বাড়িতে এপিবিএন ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। সেখানে অবস্থান করা পাঁচ রোহিঙ্গাকে অস্ত্র এবং গুলিসহ আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, ‘যৌথ অভিযানে তাদের আটক করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১