০৮ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সোয়াদ (৯) ও সিয়াম (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার উত্তর লক্ষণখোলা ২নং খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
নিহত সোয়াদ ও সিয়াম সর্ম্পকে মামা ভাগ্নে বলে জানা গেছে। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সোয়াদ বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকার দিনমজুর শাকিল মিয়ার ছেলে ও উত্তর লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। সিয়াম সিদ্ধিরগঞ্জের চিটাগংরোড শিমরাইল মুক্তি স্বরণি এলাকার সিএনজি অটোরিকশা চালক রাজু আহমেদের ছেলে ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
নিহত সিয়ামের বাবা রাজু আহমেদ বলেন, মঙ্গলবার স্বপরিবারে উত্তর লক্ষণখোলা শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার দুই ছেলে ও নাতি সোয়াদকে নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসলে যায়। এসময় ছোট ছেলেকে গোসল করিয়ে ঘাটের সিঁড়িতে বসিয়ে রাখার পর তিনি দেখতে পান নদীতে গোসলরত সোয়াদ ও সিয়াম পানিতে ডুবে গেছে। ঘটনার ১০ মিনিট পর তাদের পানি থেকে তোলা হয়। এরপর তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।