• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:২১ অপরাহ্ন

করোনা আক্রান্ত স্ত্রীকে হাসপাতালে রেখে ‘পালালো’ স্বামী

ডেস্ক রিপোর্ট / ২৪১ বার পঠিত
আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

০৮ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের ভর্তি হয়েছেন আসমা আক্তার (৩৮) নামে এক নারী। ভর্তি পর স্ত্রীকে হাসপাতালে রেখে স্বামী মোজাম্মেল চলে গেলে ২৪ ঘণ্টায়ও মিলেনি খোঁজ। পরে বুধবার (৭ জুলাই) রাত ১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আসমা আক্তারের।

এমন ঘটনা ঘটেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।

জানা গেছে, করোনা পজেটিভ হওয়ায় মঙ্গলবার (৬ জুলাই) সকালে চমেক হাসপাতালে আসমা আক্তারকে ভর্তি করান স্বামী মোজাম্মেল। স্ত্রীকে ভর্তি করানোর পর থেকে উধাও হয়ে যায় স্বামী। রাতে রোগীর অবস্থার অবনতি হলে হাসপাতালের রেজিস্ট্রারে থাকা স্বামীর নম্বরে যোগাযোগ করেন ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসকরা। কিন্তু ফোন বন্ধ থাকায় পাওয়া যায় নি তাকে। পরে বুধবার দিবাগত রাত ১টার দিকে স্ত্রীর মৃত্যু হয়। কোনো স্বজনকে পাওয়া না যাওয়ায় চমেক মর্গে রাখা হয়েছে আসমার মরদেহ। মৃত আসমা আক্তারের বাড়ি ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার মৌলভীপাড়ায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, মহিলাটি মারা যাওয়ার  পর থেকে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছি রেজিস্ট্রার বইয়ে থাকা ফোন নাম্বারে। কিন্তু ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

বর্তমানে মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০