• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যু, আরেক ভাই আইসিইউতে

নাটোর প্রতিনিধি / ২২০ বার পঠিত
আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

০৯ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

নাটোর শহরের চকরামপুরের বিখ্যাত ইসলামিয়া হোটেলের (পচুর হোটেল) স্বত্বাধিকারী শরিফুল ইসলাম পচু (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুর খবর শুনে বড় ভাই বাবলু ইসলামও (৭০) মারা যান। আরেক ভাই জাহাঙ্গীর আলম করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন।

শুক্রবার (৯ জুলাই) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলাম পচুর মৃত্যু হয়। এ খবর শুনে সকালে হার্ট অ্যাটাকে মারা যায় বড় ভাই বাবলু ইসলাম।

শরিফুল ইসলাম পচুর নিকটাত্মীয়রা জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন পচু। এ খবর বাড়িতে পৌঁছালে বাবলু বাড়িতে মারা যান।

প্রসঙ্গত, কয়েক দশক আগে রাস্তার ধারে ছোট্ট একটি বেড়া দিয়ে নাটোর চকরামপুর এলাকায় গীতি সিনেমা হলের পাশে হোটেল ব্যবসা শুরু করেন শরিফুল ইসলাম পচু। প্রথম দিকে দূরপাল্লার ট্রাক ড্রাইভার তার হোটেলের প্রথম খরিদ্দার হলেও ধীরে ধীরে সততা, দক্ষতা ও ভালো রান্নার গুণে দেশব্যাপী ছড়িয়ে পড়ে তার সুনাম। বাড়তে থাকে তার ব্যবসার পরিধি। স্বনামধন্য হোটেল ব্যবসায়ী হিসেবে তিনি পরিচিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০