• শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

চলন্ত বাসে চালকের হাতে পান-চুন, উল্টে গেলো বাস

টাঙ্গাইল প্রতিনিধি / ২০৭ বার পঠিত
আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

২৩ নভেম্বর ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

চলন্ত বাসের চালকের এক হাতে পান অন্য হাতে চুন, এর মধ্যেই হঠাৎ সামনে ট্রাক এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যায় মহাসড়কে। গতকাল সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

ওই বাসের যাত্রী রুলি বেগম জানান, বগুড়া থেকে ঢাকা যাওয়ার জন্য পনেরো থেকে বিশ জনের মতো যাত্রী ছিল। ড্রাইভারের পাশেই বসেছিলাম। অনেক গতিতে চলা অবস্থায় ড্রাইভার এক হাতে পান আরেক হাতে চুন নিয়ে মুখে দিচ্ছিল। এ সময় হঠাৎ সামনে একটি ট্রাক এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।

এদিকে মহাসড়কের মাঝখানে বাসটি উল্টে পড়ায় কিছু সময়ের জন্য ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। এতে এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে জালদো ব্রিজ পর্যন্ত আধা কিলোমিটার এলাকায় যানজট লেগে যায়। পরে পুলিশ বাসটিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, চালক নিয়ন্ত্রণ হারানোয় বাসটি উল্টে যায়। এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়। এ ছাড়া বাসের চালক হেলপার পালিয়ে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১