২৪ নভেম্বর ২০২১, আজকের মেঘনা. কম, খাগড়াছড়ি প্রতিনিধি :-
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনুষ্ঠিত হতে যাচ্ছে খাগড়াছড়ির ৩উপজেলা লক্ষ্মীছড়ি, মানিকছড়ি ও রামগড়ের ৮ইউনিয়ন পরিষদ নির্বাচন। বুধবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় এ ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত তথ্য মতে, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার ৩টি ইউনিয়নে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীরা হলেন-লক্ষ্মীছড়ি সদরের উষাজ্যই চৌধুরী, দুল্যাতলী ইউনিয়নে উচাইপ্রু মারমা এবং বর্মাছড়ি ইউনিয়নে নীলবর্ণ চাকমা।
মানিকছড়ি উপজেলায় নৌকার প্রার্থীরা হলেন- সদর ইউনিয়নে মো. শফিকুর রহমান ফারুক, বাটনাতলী ইউনিয়নে মো. আব্দুর রহিম এবং তিনটহরী ইউনিয়নে মোহাম্মদ আবুল কালাম আজাদ। রামগড় উপজেলার সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হলেন- মো. শাহ আলম ও কাজী নুরুল আলম। আগামী ২৬ডিসেম্বর২০২১ চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।