৫অক্টোবর ২০২২ইং
আজকের মেঘনা ডটকম,
আইরিন আক্তার শিমলাঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলায় হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী মাহবুব হোসেন মনোনয়ন ফরম জমা দেন। গতকাল মঙ্গলবার দুপুর ১ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ লিটন মিয়া মনোনয়ন ফরম গ্রহণ করেন। উল্লেখ্য হোসেন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হাজী আক্তার হোসেন এর মৃত্যুতে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শুন্য থাকায় এখানে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে উপজেলা নির্বাচন কমিশন। আগামী নভেম্বর ২ তারিখে নির্বাচনের তারিখ ঘোষণা ও মনোনয়ন ফরম ৬ অক্টোবর দাখিল করার শেষ দিন নির্ধারিত হলে সাবেক চেয়ারম্যান মরহুম হাজী আক্তার হোসেন এর ছোট ভাই হাজি মাহাবুব হোসেন মঙ্গলবার মনোনয়ন ফরম জমা দেন। তিনি হোসেন্দী ইউনিয়ন এর জনগণের নিকট শুকরিয়া আদায় করে সাংবাদিকদের বলেন জনগন ভোট দিয়ে আমার ভাইকে জয়যুক্ত করেছিলো ইনশাআল্লাহ আমাকেও তারা ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি নির্বাচিত হলে মরহুম হাজী আক্তার হোসেন এর উন্নয়নের ধারা অব্যাহত রেখে হোসেন্দী ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো । আমার হোসেন্দী ইউনিয়নকে নিয়া যে সপ্ন দেখেছিল আমি তার দেখে যাওয়া সপ্ন বাস্তবে রুপ দিব ইনশাআল্লাহ।