২ সেপ্টেম্বর ২০২৩ ইং, আজকের মেঘনা ডটকম, বিপ্লব সিকদার :
ঘর থেকে বেরিয়ে আসার বেদনা কতটুকু অনুভব করেছে মালেকা বানু তা বলা মুশকিল অন্তহীন দুর্ভোগ অতিক্রম করে পাগল বেশে টানা দশ বছর যাদের নিয়ে প্রেম লিলায় মত্ত ছিলেন, যাদের নিয়ে জীবন যাপন করতেন আজ তাদের ছেড়ে চলে যাচ্ছে সেই বেদনা মুখে না বলতে পারলেও মালেকা বানুর চোখের ছল ছল চাহনি কম কথা বলেনি!
ঘর, বাড়ি, আত্বীয় স্বজন সব থাকার পরেও রাস্তাঘাটে পাগল বেশে ১৫ বছর পার করে দিলেন মালেকা বানু ( অনুমান- ৭৫)। আজ শনিবার কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর বাজার এলাকা থেকে চাচাতো ভাইয়ের ছেলে মোঃ মাধ্যমেই ফিরে গেলেন বাবার ভিটা একই জেলার মুরাদনগর উপজেলার বাবুটিয়া গ্রামে। চন্দনপুর বাজার এলাকায় মালেকা বানু থাকেন প্রায় ১০ বছর যাবত। বাজারেই থাকতেন কেউ খাবার দিলে খেতেন না হয় খেতেননা। কারো কোন ক্ষতি করতে না, চুপচাপ থাকতেন,চন্দনপুর এলাকার বাসিন্দা মালেকা বানু কে দুই বছর মাঝখানে বাড়িতে নিয়ে রেখেছেন কিন্তু মালেকা বানু সেখানে না থেকে পুনরায় বাজারে চলে আসেন মিশে যায় চন্দপুর বাজারের বাদিন্দাদের সাথে সাধাসিধে কিছুটা মানুষিক ভারসাম্যহীন পরিচয়ে। এমনটিই জানালেন চন্দনপুর বাজার এলাকার বাসিন্দারা। সম্প্রতি মালেকা বানুর চাচাতো ভাইয়ের ছেলে মোঃ কামরুল হাসান চন্দনপুরে আসেন জনৈক এক কবিরাজের নিকট। বাজারে হঠাৎ দেখতে পান মালেকা বানুকে (ফুফুকে) তিনি থমকে যান ফুফুকে দেখে। স্বজনরা জানেনা তিনি কোথায় আছেন, কেমন আছেন, বেচে আছে কিনা, অনেক খুঁজেও খুজ মেলেনি মালেকাদের। মুরাদনগরের বাবুটি পাড়া এলাকার বাসিন্দা মালেকা বানুর এলাকায় খবর নিয়ে জানা যায় এরা দুই ভাই দুই বোন, এক ভাই মারা গেছে এক ভাই আছে, আর দুই বোনই ছিল সাধাসিধে, কিছুদিন পরপর বাড়ি থেকে বের হয়ে যেত আর খুজে বের করে আনতো কিন্তু সর্বশেষ দুই বোনই বাড়ি থেকে বের হয়ে আর আসেনি। পরিবারের সবাই ধরে নিয়েছে আর হয়তো ফিরবেনা। মালেকা বানুর অন্যবোনটি এখনো নিখোঁজ। ঘর বাড়ি, জমিজমা পৈতৃক সূত্রে থাকলেও জীবীত ভাইয়ের পরিবার তেমন সচেতন বা পয়সা নেই। স্থানীয় ইউপি সদস্য মোঃ মিজানুর রহমানের মাধ্যমে পরিবারের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি জানান ঘরের কেউ মোবাইল চালায়না ফলে সম্ভব হয়নি পরিবারের বক্তব্য তুলে ধরতে। ইউপি সদস্য আরও বলেন এদিকে বিষয় টি কামরুল হাসান ফুফুর বিষয়টি পরিবার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে আলাপ করলে সবাই তাকে বলেছেন যেহেতু তুমি কাছাকাছি হোমনা এলাকায় থাকো তুমি এলাকার লোকজনের সাথে কথা বলে নিয়ে আসো। কামরুল হাসান বলেন সেই সুবাদে আজ শনিবার কবিরাজের কাছে আসি এবং ফুফুকে নিয়ে যেতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা চাই। সবাই আমার এলাকার মেম্বার চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করে ফুফুকে আমার হাতে তুলে দেন। ঘর থেকে বের হয়ে আসা পরিচয় হীন পাগলবেশী মালেকাবানু (৭৫) চিরচেনা, শত ঘটনার প্রত্যক্ষদর্শী, ১০ বছরের প্রতিবেশীদের মায়া ছেড়ে চলে গেলেন বাবার ভিটায়!