• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন

ডেঙ্গুতে একদিনে ২১ জনের মৃত্যু

রিপোর্টার : / ৮১ বার পঠিত
আপডেট টাইম : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

  1. ২ সেপ্টেম্বর ২০২৩ ইং, আজকের মেঘনা ডটকম,
  2. বিপ্লব সিকদার :ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এটি এ যাবৎকালের একদিনে সর্বোচ্চ মৃত্যু। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মারা গেলেন ৬১৮ জন। এই সময়ে নতুন করে আরও ২ হাজার ৩৫২ জন ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৯৮২ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১ হাজার ৩৭০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮ হাজার ৬৩২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৩ হাজার ৯০৩ জন, আর বাকি ৪ হাজার ৭২৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৬৯৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৪৪৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১