৫ সেপ্টেম্বর ২০২৩ ইং, আজকের মেঘনা ডটকম,
নিজস্ব প্রতিবেদক।।
দুই মাসেরও বেশি সময় পর চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। পরে ৭টার দিকে ইমিগ্রেশন শেষ করে বের হন। বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, ২ মাস ৯ দিন পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খন্দকার মোশাররফ হোসেন।
গত ২৭ জুন চিকিৎসার জন্য ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে পাড়ি জমান খন্দকার মোশাররফ হোসেন। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা নিয়েছেন সাবেক এই মন্ত্রী।
এর আগে, গত ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৮ দিন চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন তাকে বাসায় নেওয়া হয়। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় গত ২৭ জুন বিএনপি এই নেতাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। স্ত্রী ও ছেলে সিঙ্গাপুরে তার সঙ্গে ছিলেন।