• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন

ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের সত্যতা পেয়েছে

রিপোর্টার : / ৫৪ বার পঠিত
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

বিপ্লব সিকদার।।

ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঠাকুরগাঁও শহরে মোট চারটি প্যাকেজে ড্রেন নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশন( দুদক) জেলা কার্যালয়ের একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনাকালে এ সত্যতা পায়। দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঠাকুরগাঁও শহরে মোট চারটি প্যাকেজে ড্রেন নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে দুদক, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট টিম প্রকল্পের নথিপত্র যাচাই করে দেখতে পায়, মোট চারটি প্যাকেজে ড্রেন নির্মাণ প্রকল্প ৩১ডিসেম্বর ২০২৩ তারিখে শেষ হওয়ার কথা থাকলেও কাজ যথাসময়ে সম্পন্ন হয়নি। সরেজমিনে টিম কর্তৃক শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঠাকুরগাঁও -এর নিরপেক্ষ প্রকৌশলীকে সাথে নিয়ে ৪টি প্যাকেজের মোট ৩টি প্যাকেজে ড্রেনের কাজ পরিদর্শন করা হয়; একটি প্যাকেজের কাজ এখনো শুরু হয়নি তথ্য পাওয়া যায়। অভিযানকালে ঠিকাদারের গোডাউন পরিদর্শন করে শিডিউলবর্হিভূত সিমেন্ট ব্যবহৃত হচ্ছে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। এছাড়াও পরিদর্শনকালে দুদক টিম চলমান কাজের পাথর, রড, সিমেন্ট ও বালু ইত্যাদির নমুনা সংগ্রহ করে। সংগৃহীত নমুনার ল্যাব পরীক্ষার রিপোর্ট প্রাপ্তিসাপেক্ষে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১