মেঘনা প্রতিনিধি।।
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট বাংলাদেশ গড়বো”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার(১০ মার্চ) মেঘনা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে আগুন নেভাতে প্রাথমিক কৌশল সম্পর্কে অবহিত করেন। দিবসটি উপলক্ষে জানতে চাইলে মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.মাহমুদুল হাসান বিপ্লব সিকদার বলেন দূর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি যেমন প্রয়োজন তেমনি দায়িত্বশীলতারও বিকল্প নেই। মেঘনা উপজেলার প্রতিটি গ্রামে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ সম্ভব না। যদি আগুন লাগে এতে স্থানীয়দের ছাড়া আগুন নেভানো সম্ভব হয়না। সে ক্ষেত্রে ফায়ার সার্ভিস থাকা সত্ত্বেও কাজ করতে সক্ষম হয়না। তাই যে কোন দূর্যোগ মোকাবিলায় যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খাঁনের সভাপতিত্বে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শাহে আলম,মেঘনা উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো: মনির হোসেন। ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ।মেঘনা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খাঁন বলেন আমরা যদি সচেতনতা অবলম্বন করি তাহলে নানা দুর্যোগ মোকাবেলায় নিজেদের রক্ষা করতে পারবো। তাই সকলের উচিৎ দুর্যোগ মোকাবেলায় নিজেেদর অবস্থান থেকে সতর্কতা অবলম্বন করা।