• রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

ঘুষের টাকাসহ গ্রেপ্তার কানুনগোর কারাদণ্ড

রিপোর্টার : / ৫০ বার পঠিত
আপডেট টাইম : সোমবার, ১১ মার্চ, ২০২৪

ডেস্ক রিপোর্ট।।

কক্সবাজারে চার বছর আগে ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হওয়া এক কানুনগোকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম আবদুর রহমান। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো (বরখাস্ত) ছিলেন। আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এই রায় দেন।

সূত্র : প্রথম আলো

দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, আদালত আসামি আবদুর রহমানকে পৃথক ধারায় ছয় বছরের সশ্রম কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৮ অক্টোবর কানুনগো আবদুর রহমানকে ২ লাখ ৮ হাজার ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করে দুদক। সেকান্দর বাদশা নামের এক প্রতিবন্ধী ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক ফাঁদ পেতে তাঁকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করে।

 

২০ শতক একটি জমির নামজারি করতে ২ লাখ ৮ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন আবদুর রহমান। তাঁকে গ্রেপ্তারের পর দুদক মামলা করে। ২০২১ সালের ১৯ জানুয়ারি আবদুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। পরের বছরের ২০ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১