২৩ জুন ২০১৯, আজকের মেঘনা ডটকম, দাউদকান্দি সংবাদদাতা :
কুমিল্লার দাউদকান্দিতে কৃষকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ রোববার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলা জিংলাতলী ইউনিয়নের ধীতপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, গতরোজার ঈদের দিন ধীতপুরে গ্রামের কৃষকদের সাথে চেয়ারম্যানের লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এঘটনায় দুই পক্ষ একই এলাকার নাজির হোসেন দাউদকান্দি মডেল থানায় এবং বোরহান উদ্দিন কুমিল্লার আদালতে পৃথক দুথটি মামলা করে। আদালতে দায়ের করা মামলার প্রতিবাদে ও ইউপি চেয়ারম্যান আলমগীর মোল্লার বিরুদ্ধে এ মানববন্ধন করে।
আলমগীর চেয়ারম্যান বলেন, আমি জনগণের ভোটে দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। আমার কাছে ওই এলাকার কিছু লোক বার বার অনৈতিক সুবিধা আবদার করে। তাদের আবদার না রাখায় আমার প্রজেক্ট নিয়ে ষড়যন্ত্র করে আবার আমার নামেই মিথ্যা মামলা দেয় ও মানববন্ধনও করে। যতই করুক আমি জনগণের চেয়ারম্যান, সুতরাং কোন ব্যাক্তির সুবিধার জন্য জনগণকে বঞ্চিত করতে পারবো না।