২৯ ডিসেম্বর ২০১৯, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট : চাদপুর জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের দশ যুগপূর্তি ও দ্বিতীয় পুনর্মিলনী উৎসব বর্ণাঢ্য আয়োজন মধ্য দিয়ে দ্বিতীয় তথা শেষ দিন উদযাপিত হয়েছে।
পুনর্মিলনী উৎসবের দ্বিতীয় দিনে ২৮ ডিসেম্বর শনিবার দুপুরে বেলুন উড়িয়ে পুনর্মিলনী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও উদ্বোধক অইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
উৎসব উৎযাপন পরিষদের আহবায়ক প্রাক্তন ছাত্র সাবেক প্রধান শিক্ষক শহীদ উল্লা মাস্টারের সভাপতিত্বে উদ্বোধক অইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তার বক্তব্যের শুরুতে বলেন, । এ বিজয়ের মাস স্মরন করছি জাতির জনককে । যিনি নেতৃত্ব দিয়ে আমাদের একটি স্বাধীন দেশ এনে দিয়েছিলেন তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি প্রথমেই জাতির জনকসহ শ্রদ্ধা জানাই ৩০ লক্ষ শহীদ, জাতীয় চার নতোদের প্রতি। স্বাধীনতা অর্জনে বাংলাদেশ পুলিশ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত ছিলো। মুক্তিযৃদ্ধের সময় ২৫ মার্চ রাতে প্রথম আঘাতটি আসে রাজারবাগ পুলিম লাইনে। বাংলাদেশ পুলিশের অস্ত্র দিয়েই প্রথম যুদ্ধ শুরু হয়েছিল।
তিনি মাদক ও জঙ্গীবাদ প্রসঙ্গে বলেন,
মাদকের মরন নেশা ছড়িে পড়েছে সারাদেশব্যাপী। সবাই মিলে আমরা হাততুলে মাদককে না বলি। মাদক শুধু নিজেকে নয় পুরো সমাজকে নষ্ট করে দেয়। জঙ্গিবাদ একটি ভুল মতবাদ, যা শুধু সমাজ নয় দেশকেও পিছিয়ে দেয়।
জঙ্গিবাদের ছোবল থেকে অনেকটাই মুক্ত হয়েছি।
তিনি শিক্ষার্থী ও অবিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান কার সাথে মিশছে সেদিকে খেয়াল রাখবেন। আজ আমাতের সন্তানরা সারাদিন ঘার গুজে বসে থাকে তার কারন হচ্ছে সামাজিক মিডিয়া। বর্তমানে চলছে ঘার ঘুজার জেনারেশন (জি জি জি)। আমরা আজ একই ঘরে থেকেও বাব মা বোন ভাই ফেজবুকে নিজেদেরকে ডুবিয়ে রাখি, কারো সাথে কারোর কোন আলাপচারিতা নেই। সারাদিন যেন আমরা ইন্টারনেট ব্যাবহার না করি। মাদকের মতোই ইন্টারনেটের নেশা স্যোশাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে দেশকে অস্তির করা হয়েছে। কক্সবাজারের রামু ও ভোলার ঘটনায় আপনারা দেথেছেনঘুজব ছড়িয়ে দাংগার ঘটনা ঘটানো হয়েছে। একটি কথার মনে রাখবেন । আপনি যা করবেন সন্তান তা অনুসারন করবে। তাই আপনার তুলে ধরাটা সন্তানের কাছে সবচেয়ে বড় হিরো বাব ও মা। সন্তানকে ভাল মানুষ হওয়ার জন্য অনুপ্রেরনা দিবেন। বই পড়তে সন্তানকে উৎসাহিত করবেন। বিলগেটস বিশ্ববিদ্যায়নপড়াশুনা শেষ করতে পারেন নি, টমাস আলফা এডিসন, মার্ক জুকারবার্গ বিশ্বনবিদ্যালয়ে গন্ডি পার করতে পারিন। আলিবাবার মালিক জ্যা মা স্কুলে ৫ বার ফেল করেছিলেন। আপনার সন্তান চিত্রকলা, সংগীত বা খেলাধূলায় ভাল তাকে সেদিকে উৎসাহিত করুন। এ বয়ষটা নিজেকে গড়ে তোলবার সময়।
তিনি পুিলি বাহিনী সম্পর্কে বলেন, পুলিশ বাহিনীতে যারা আছি জনগণের সেবাকে ব্রত ভেবে কাজ করতে হবে। থানা হবে মানুষের বিশ্বাস ও আস্থার জায়গা। সে নির্দেশনা আমি প্রতিনিয়ত দিয়ে আসছি। আমরা সাধারন মানুষের কাতারে এসে মানবিক পুলিশ হতে চেষ্টা করছি। মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। আমাদেরও ভুল ত্রুটি হতে পারে তার অবশ্যই সমালোচনা করবেন পারলে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন।
আমার কোন অফিসার অপরাধ করলে প্রচলিত আইনে শাস্তি হবে। কোন পুলিশ সদস্যের ব্যাক্তিগত দায়দায়িত্ব পুলিশ বাহিনী নিবে না। যে কোন প্রয়োজনে ৯৯৯ এ ফোন করুন। দুই বছর হয়েছে ৯৯৯ এর মাধ্যমে অনেক অপরাধ সংগঠিতনহওয়ার আগেই থামিয়ে দিতে পেরেছি।
উৎস উদযাপন কমিটির প্রচার ও প্রকাশনা পরিষদের আহবায়ক রহিম বাদশার পরিচালনায় ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন উৎস উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মোশারফ হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ কে এম ফজুলল হক মিয়া, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি ওপৌর মেয়র নাছির উদ্তিন আহমেদ, সাধারন সম্পাদক অবু নঈম পাটওয়ারী দুলাল, প্রাক্তন ছাত্র বঙ্গবন্ধু ডাঃ হাবিবুর রহমান শিল্পপতি মনোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রাক্তন প্রতিষ্ঠিত ছাত্রগণসহ হাজারো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খ্যাতিমান কন্ঠশিল্পী। স্থ্যদিয়ে বর্ণাঢ্য এ আয়োজনের পরিসমাপ্তি ঘটে।