ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃএবার ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-পেয়েছে ৫৩ জন।বাকি ৫ জন পরীক্ষার্থীর মধ্যে ০২ জন জিপিএ-৪.৮৬,০২ জন জিপিএ-৪.৭১ এবং ০১ জন জিপিএ-৪.৩৬ পেয়ে শতভাগ পাশের গৌরভ অর্জন করেছে ক্যাডেট কলেজটি।ফেনী গার্লস ক্যাডেট কলেজটি প্রতিষ্ঠার পর থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতিটি পরীক্ষায় কলেজের শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়ে শতভাগ পাশের গৌরভ অর্জন করে আসলে ও এই প্রথম ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় কলেজটির ৫ জন পরীক্ষার্থীর ক্ষেত্রে বেতিক্রম ফলাফল আসলো।এর পরও কলেজের অধ্যক্ষ ও গ্রুপ ক্যাপটেন মমিন খান মজলিস উক্ত ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন।