২ ফেব্রুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, এম ডি ওসমান : এই গজারিয়ায় গায়েবী সব কিছু হয়েছে বলে মনে করবেন না, সবকিছু হয়েছে কোন কারনে? এই হাতের স্বাক্ষর ছাড়া একটা ইটও আসেনি। আজ রবিবার সকালে গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান,মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও মিলাদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এসব কথা বলেন। অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আজিম উদ্দিন ফরাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন, টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সালাউদ্দিন মাস্টার,হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মনিরুল হক মিঠু , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারোয়ার আহম্মেদ ফরাজী, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জে এম সোহরাব হোসেন, টেংগারচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বজলুর রশিদ সরকার, গজারিয়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো: হান্নান খান প্রমুখ।