৬ জুন ২০২০, আজকের মেঘনা ডটকম,
আব্দুল হক :
সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার প্রেস ক্লাব কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ মোসলেম উদ্দিন (দৈনিক ইত্তেফাক) সভাপতি ও এ এইচ ইমরানকে (দৈনিক গনমুক্তি /এশিয়াখবর২৪.কম) সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি এস এম আমীর হোসেন (দৈনিক জনতা) ও মোহাম্মদ মোমেন হোসেন (সময় টিভি), যুগ্ম সম্পাদক মোঃ শামীম রহমান (দৈনিক তরুণ কণ্ঠ), অর্থ সম্পাদক সোহেল রহমান (দৈনিক দেশরূপান্তর), সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বাবু (দৈনিক গণমুক্তি), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল কবির খান অনু (সময়ের আলো), অফিস সম্পাদক মোঃ আব্দুল হক (দৈনিক ঘোষণা) এবং কার্যনির্বাহী সদস্য মোঃ কবির হোসেন (দৈনিক সংবাদ), মোঃ কামাল উদ্দিন (বাসস) আব্দুল আলীম ভূইয়া শাহীন (রাইজিংবিডি.কম) ও কাজী গাউছুল হায়দার (দৈনিক সোনালী বার্তা)।