• সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

আল্লামা শাহ আহমদ শফী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল

রিপোর্টার : / ২৪৮ বার পঠিত
আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জের সোনারগাঁও পৌরসভার আমিনপুর মাঠে স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকার আয়োজনে সোমবার (০২ নভেম্বর) শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর সিনিয়র সহ সভাপতি নুর হোসাইন কাসেমী, মোনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) সোনারগাঁ উপজেলার সভাপতি মুফতি হাতেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর্ন্তজাতিক মজলিসে তাহাফফুজে নবুওয়ত বাংলাদেশ এর মহাসচিব নুরুল ইসলাম জিহাদী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, সাইখুল হাদিস মামুনুল হক।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) নারায়ণগঞ্জ জেলা সভাপতি আব্দুল কাদের, খালেক সাইফুল্লাহ আইয়ুবী, আব্দুল খালেক শরীয়তপুরী, সোনারগাঁ উপজেলা ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মহি উদ্দিন খান, মহাসচিব সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান শিবলী, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) সোনারগাঁয়ের সাধারন সম্পাদক আবু বকর কাসেমী, সিনিয়র সহ সভাপতি উবাইদুল কাদেও নদভী প্রমূখ।

 

বক্তারা বলেন, ফ্রান্সের বিদ্বেষ ও মহানবী (সা:) অবমাননায় বিশ্বের প্রায় ২শত কোটি মুসলমান ব্যথিত ও ক্ষুব্ধ। ফ্রান্সকে রাষ্ট্রীয় ভাবে ক্ষমা চাইতে হবে বলে দবি করেন বক্তারা। এসময় তারা বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাস সরিয়ে নেওয়া ও তাদের পন্য বর্জন করার ঘোষনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০