• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন

হবিগঞ্জে ৩ ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা

রিপোর্টার : / ১৮৩ বার পঠিত
আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইট পুড়ানোর লাইসেন্স না থাকায় হবিগঞ্জের নবীগঞ্জ এবং লাখাই উপজেলার ৩টি ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে পরিবেশ অধিদপ্তর। অভিযানে সহযোগিতায় ছিল র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।

রাত ১১টায় পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক ইমরান আহমেদ জানান, নবীগঞ্জের বাংলা বাজার এলাকায় খালেদুর রহমানের মালিকানাধীন গোল্ড স্টার  ব্রিকস ফিল্ড ও শফিকুল ইসলামের মেসার্স মাস্টার ব্রিকস ফিল্ড প্রায় ৭ বছর ধরে চলে আসছে। অথচ তারা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং ইট পুরানোর লাইসেন্স নেয়নি। সেজন্য মালিক শফিকুল ইসলামকে ৫ লাখ এবং খালেদুর রহমানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে লাখাই উপজেলার তিতাস ব্রিকস ফিল্ডের স্বত্ত্বাধিকারী রেজাউল করিম ভূইয়াকেও।

সিলেটের পরিবেশ অধিদপ্তর পরিচালক জানান, নবীগঞ্জের একটি ইটভাটার অবস্থান আবাসিক এলাকায়। আশপাশে দুইটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। দ্রুত এসব ইটভাটাকে সরিয়ে নেয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১