১১ নভেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
যশোরে ভক্তের সঙ্গে অসদাচরণ করে সমালোচনার জন্ম দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। সেলফি তোলায় ভক্তের মোবাইল ফোন কেড়ে নিয়ে আছাড় মেরে ভেঙেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে বেনাপোল স্থলবন্দরে এ ঘটনা ঘটে৷
জাতীয় টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বেনাপোল বন্দর দিয়ে ভারতে যান। এর আগে বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। কিছুক্ষণ কাস্টমস কমিশনারের কক্ষে অবস্থানের পর ভারতের উদ্দেশে রওনা দেন সাকিব।
বেনাপোল বন্দরে প্রিয় খেলোয়াড় সাকিবকে দেখতে পেয়ে দৌড়ে তার পাশে যান এক ভক্ত। তিনি সাকিবের সঙ্গে কয়েকটি সেলফি তোলেন। এতে চটে যান সাকিব। ভক্তের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলেন তিনি।