১৩ নভেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আছকির মিয়ার গুদাম ও গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
আছকির মিয়া জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত শায়েস্তাগঞ্জের নিশাপটে অবস্থিত তার ঘরের সামনে থাকা পিকআপ গাড়ি ও গুদামে থাকা টমটম গাড়িতে আগুন দেয়। এসময় স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হন তিনি। এতে তার প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি জানানোর পর শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি অজয় চন্দ্র দাশ জানান, আছকির মিয়া অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।