মামুনুর রহমান হৃদয়ঃ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী শম্পা সরকারের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে কলেজ প্রশাসন ও শিক্ষকবৃন্দ।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন, উপাধ্যক্ষ ড. মোসা. আবেদা সুলতানা, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক অধ্যাপক মালেকা আক্তার চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষিকা সালমা মুক্তাসহ শিক্ষকবৃন্দ শম্পার মায়ের হাতে নগদ অর্থ তুলে দেন। তিতুমীর কলেজ প্রশাসনের একটি ফান্ড, তিনটি বিভাগ থেকে উত্তোলন করা অর্থের পাশাপাশি অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ ব্যক্তিগতভাবে অর্থ প্রদান করেছেন।
এসময় উপস্থিত ছিলেন কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শামিম হোসেন শিশির, বিতর্ক ক্লাবের সভাপতি মাহবুব হাসান রিপন।
উল্লেখ্য- দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত শম্পা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। কৃষক বাবা ও গৃহিনী মায়ের পক্ষে তার চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। ফলে আগেই আর্থিক সহযোগিতার আবেদন করে রেখেছিল শম্পার পরিবার। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।