১৭ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের সংগঠক ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দেশের সবচেয়ে বড় দল বিএনপির কোথাও কোনো আন্দোলন নেই। সরকার যে ধরনের কথাবার্তা বলছে বিজয় দিবসে তাদের (বিএনপি) বলা উচিত ছিল মুক্তিযুদ্ধের হিসাব নাও, বিএনপিতে যত মুক্তিযোদ্ধা আছে, আওয়ামী লীগেও তত মুক্তিযোদ্ধা নেই।’
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মহান বিজয় দিবস উপলক্ষে ‘স্বাধীনতা আজ বিপর্যয়, নৈতিকতার অবক্ষয়, বিপন্ন মানবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এ সভার আয়োজন করে।
আলেমদের উদ্দেশে জাফরুল্লাহ বলেন, ‘আলেমদের সাথে সরকার আলোচনা করছে। সেটা ভালো। মৌলভী ও মাওলানা সাহেবদের সবাই সম্মান করে। দুই-চারজন আলেমদের নামে বলাৎকারের অভিযোগ এসেছে। সব মাদ্রাসাতে এমন ঘটনা ঘটে তা কিন্তু নয়। দুই-চারটে ঘটনাই বা কেন থাকবে?’
তিনি বলেন, ভোট ডাকাতি কীভাবে বন্ধ করা যায়। জনগণ ভোট দিতে যাচ্ছে না। এর প্রতিকার কীভাবে করা যাবে। ভোট দিচ্ছে পুলিশ আর আমলারা। এই ভোট ডাকাতি বন্ধ করতে আমাদের সবার সম্মিলিত চেষ্টার দরকার।
তিনি আরো বলেন, ‘বিজয় দিবসের অঙ্গীকারই গণতন্ত্র। গণতন্ত্র ছাড়া কোনো কথা নেই। প্রতিষ্ঠা করতে হলে এক ঢাকাতে বসে থাকলে হবে না, ১৮ কোটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। গণতন্ত্র আমাদের ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ছাড়া কিছু হবে না। গণতন্ত্রের মানে হলো সরকারের জবাবদিহিতা। সরকারের কাজের উত্তর দিতে হবে, আর আমাকে প্রশ্ন করার অধিকার দিতে হবে। মিটিং মিছিল করার অধিকার দিতে হবে। আমাদের সামনে অনেক কঠিন সময় আসছে। একদিকে ভারতের অত্যাচার। ভারতের নানা রকমের টালবাহানা। আর অন্যদিকে গুম-খুন এখনও বন্ধ হয়নি।’
সংগঠনটির চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান প্রমুখ বক্তব্য দেন।