ডেস্ক রিপোর্ট :চলমান রাজনৈতিক নানা ইস্যুসহ আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন নিয়ে হঠাৎ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত নয়টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মানবজমিন
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির ছয়জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানিয়েছে, চলমান আন্দোলন, আসন্ন কর্মসূচি বাস্তবায়নসহ দেশের বর্তমান পরিস্থিতির নানা ইস্যুকে সামনে রেখেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও মঙ্গলবার আদালতে আইনজীবীদের ওপর হামলার বিষয় নিয়ে আলোচনা রয়েছে। তবে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির কোনো সদস্য গণমাধ্যমে কথা বলেননি।