২৬ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মাওলানা নুরুল ইসলাম জিহাদী।
শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় হেফাজতের আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী নিজ ক্ষমতাবলে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব পদে দায়িত্ব দেন। হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী এই তথ্য নিশ্চিত করেছেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর মৃত্যুর পর পদটি গত দুই সপ্তাহ ধরে শূন্য ছিলো।