• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

সরকারের উন্নয়ন‌কে বাধা বিঘ্ন করতে ষড়যন্ত্র চলছে”- স্থানীয় সরকার মন্ত্রী

রুবেল মজুমদার: কুমিল্লা।

সরকারের উন্নয়ন‌কে বাধা বিঘ্ন করতে ষড়যন্ত্র চলছে”- স্থানীয় সরকার মন্ত্রী / ২৭১ বার পঠিত
আপডেট টাইম : শনিবার, ১৯ মার্চ, ২০২২

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এম‌পি বলেছেন বাংলাদেশে ধর্মীয় কোন বি‌বেধ নেই। কিছু অসাধু মানুষ আ‌ছে রাজ‌নৈ‌তিকভা‌বে ধর্ম‌কে বিভাজন ক‌রে।‌ বিএন‌পি যখন রা‌ষ্ট্রীয় ক্ষমতায় সা‌রের জন‌্য কৃষকরা বি‌ক্ষোভ ক‌রে‌ছিল। বিএনপি সরকারের নিরপরাধ ১৭ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। বর্তমানে দেশ উন্নয়নের পথে এগুচ্ছে। এ অভূত উন্নয়ন‌কে বাধা প্রদা‌নের জন‌্য বি‌ভিন্ন ষড়যন্ত্র চলছে।

শনিবার (১৯মার্চ) সকালে কু‌মিল্লার নিজ নিবার্চনী এলকায় উপসংঘরাজ দর্শনবা‌রি‌ধি অধ‌্যাপক ধর্মর‌ক্ষিত মহা‌থের জাতীয় অ‌ন্ত্যেষ্টি‌ক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
এ কথাগুলো বলেন তিনি।

লাকসাম চাঁনগাঁও কোয়াঁর ইন্দ্রধাম বৌদ্ধ বিহারে অ‌ন্ত্যেষ্টি‌ক্রিয়া অনুষ্ঠা‌নে সদ‌্য ২১‌শে পদকপ্রাপ্ত বাংলা‌দেশী বৌদ্ধ‌দের স‌র্বোচ্চ ধর্মীয় গুরু মহামান‌্য সংঘরাজ শাসন শোভন ড, জ্ঞানশ্রী মহা‌থের সভাপ‌ি‌ত্বে অনু‌ষ্ঠিত অ‌ন্ত্যেষ্টি‌ক্রিয়া অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সি‌নিয়র স‌চিব হেলালুদ্দীন আহ‌মেদ, জেলা প্রশাসক কামরুল হাসান, পু‌লিশ সুপার ফারুক আহ‌মেদ, লাকসাম উপ‌জেলা চেয়ারম‌্যান এড ইউনুস ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দরা।

 

প‌রে আলংনৃত‌্য, অ‌নিত‌্য ও স্মৃ‌তিচারণ সভা অনুষ্টিত হয়।অ‌ন্ত্যো‌ষ্টি‌ক্রিয়ার মধ‌্য দি‌য়ে ধর্মগুরু‌কে চির বিদায় দি‌তে দে‌শের বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১