বিপ্লব সিকদার।।
চট্রগ্রাম লোহাগড়া উপজেলার পুঠিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে জন্মনিবন্ধন ফি প্রদানে অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা পেয়েছে দুদক। আজ মঙ্গলবার (১৩মার্চ) চট্রগ্রাম -২ দুদকের একটি এনফোর্স মেন্ট টিম ছদ্মবেশে অভিযান পরিচালনাকালে এ সত্যতা পায়। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক মো.আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায় পুঠিবিলা ইউনিয়ন পরিষদ, লোহাগাড়া, চট্টগ্রাম -এর চেয়ারম্যানের বিরুদ্ধে জন্ম নিবন্ধন সনদ প্রদানে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ দাবির অভিযোগের প্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ হতে আরো একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম ছদ্মবেশে ইউনিয়ন অফিস পর্যবেক্ষণ করে এবং বিভিন্ন সেবা গ্রহণে আগত সেবাগ্রহীতাদের সাথে কথা বলে। এনফোর্সমেন্ট টিম কর্তৃক অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ ও যাচাইয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। গৃহীত বক্তব্য ও রেকর্ডপত্র পর্যালোচনা করে টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।