বিপ্লব সিকদার।।
টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন( দুদক)।আজ রোববার (১০ মার্চ) কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে টাঙ্গাইল দুর্নীতি দমন কমিশনের( দুদক) একটি এনফোর্স মেন্ট টিম এ অভিযান পরিচালনা করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা, উপ – পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানকালে টিমের সদস্যগণ প্রথমে ছদ্মবেশে বিভিন্ন সেবাগ্রহিতাদের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করে। টিম কর্তৃক অভিযোগের বিষয়ে টাঙ্গাইল পাসপোর্ট অফিসের উপপরিচালককে অবহিত করা হয়। তিনি পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করার এবং সিটিজেন চার্টার মেনে যথাযথ নাগরিক সেবা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলি পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।