• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন

বেইলি রোডে ভবনে আগুনের ঘটনায় আটক ৩

রিপোর্টার : / ৭৪ বার পঠিত
আপডেট টাইম : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর বেইলি রোডের একটি ভবনে আগুনের ঘটনায় তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। আজ শুক্রবার রাজধানী ঢাকা থেকে তাঁদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন আজ সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

আটক তিন ব্যক্তি হলেন—ওই ভবনে ‘চুমুক’ নামে একটি খাবার দোকানের দুই মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান এবং ‘কাচ্চি ভাই’ নামে খাবারের দোকানের ব্যবস্থাপক জয়নুদ্দিন জিসান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন বলেন, ‘শুক্রবার রাজধানী থেকে তাঁদের আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

জানা গেছে, রাজধানীর বেইলি রোডের একটি ভবনে গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জন নিহত হয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো ভবনটিতে বদ্ধ অবস্থা তৈরি হয়েছিল। এই অবস্থায় সেখানে অতিরিক্ত ধোঁয়া ও তাপের কারণে কেউই শ্বাস নিতে পারছিলেন না। যতজন মারা গিয়েছেন, সবাই শ্বাসনালি পুড়ে মারা গিয়েছে। যারা চিকিৎসাধীন, তাঁরা কেউই শঙ্কামুক্ত নন—এমনটাও আমরা বলব না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১