২৩ জুন ২০১৯, আজকের মেঘনা ডটকম, হোমনা সংবাদদাতা :
কুমিল্লার হোমনায় নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আজ রবিবার সকাল ১১টায় দলের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আনন্দ র্যালি,ওআলোচনা সভার মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে । এ উপলক্ষ্যে একটি বিশাল আনন্দ র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদ এর সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের স্থানীয় এমপি সেলিমা আহমাদ মেরী (সিআইপি, অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রেহানা মজিদ, উপজেলা আথলীগের সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন,পৌর মেয়র অ্যাড. নজরুল ইসলাম, সাবেক যুগ্নসচিব অ্যাড. আলী আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহআলম খন্দকার , ফজলুল হক মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, পৌর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা ,যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াস,সাংগঠনিক সম্পাদক শাহিন্জ্জুামান খোকন, সদস্য মো. মাহবুবুর রহমান খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ সরকার, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম,বিআরডিবির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার, হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক মো. আবদুস সালাম ভূইয়া, পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, শ্রমিক লীগের সভাপতি মো.নজরুল ইসলাম, ছাত্রলীগের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক মো. ফয়সাল সরকার প্রমুখ ।