৩০ জানুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :
ঢাকা উত্তর সিটিতে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণাকালে হামলার শিকার হয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিনে কাওরান বাজার এলাকায় প্রচারণা চালাতে যান রুহুল কবির রিজভী। এসময় তার প্রচারণায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করা হয়। হামলায় রুহুল কবির রিজভী হাতে ও পায়ে গুরুতর আঘাত পান। হামলার পর তার হাত ও পা থেকে রক্ত ঝরতে দেখা যায়। তার সাথে থাকা স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, আবদুল কদির ভূঁইয়া জুয়েল, গোলাম সরোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ, মোর্শেদ আলম প্রমুখ নেতারাও আহত হন। রিজভী রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইলে চিকিৎসা নিচ্ছেন।