৩ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, গজারিয়া প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির উদ্ধত্যপূর্ণ বক্তব্য ও কটূক্তির প্রতিবাদে গজারিয়ায় বিক্ষোভ মিছিল করেছে গজারিয়া উপজেলা আওয়ামী যুবলীগ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় গজারিয়া উপজেলার রসূলপুর খেয়াঘাট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গজারিয়া উপজেলা পরিষদের শহীদ মিনারের সামনে এসে শেষ হয় পরে উপজেলা আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ মিছিলে যোগ দেয়।উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার ও আজিজুল হক পার্থের নেতৃত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শাহীন পাঠান,হারুন আর রশিদ,মহাসিন আহমেদ,নাসির উদ্দিন মোল্লা,রবিউল ডালিম, মঞ্জুরুল আলম,শামীম আহমেদ,মোহাম্মদ আলী প্রমুখ।