• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন

পরকীয়ার জেরে স্বামী হত্যা: স্ত্রীসহ ৫ জনের মৃত্যুদণ্ড

রিপোর্টার : / ১৯২ বার পঠিত
আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

৩ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারায় স্ত্রীর পরিকল্পনায় স্বামীকে হত্যার ঘটনায় স্ত্রী রাবেয়া বেগমসহ পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।একইসঙ্গে প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছেন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় ঘোষণা করেন। খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর বিধান কানুনগো রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডাদেশপ্রাপ্ত অন্যরা হলো, রামগড় চৌধুরীপাড়ার মানিক মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৪), একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে ফিরোজ (২৮), গুইমারা উপজেলার রেনুছড়া এলাকার শাহ আলমের ছেলে আবুল কালাম(২২) ও একই এলাকার আবুল হোসেনের ছেলে আবুল আসাদ ওরফে মিঠু (২০)। দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে আবুল আসাদ ওরফে মিঠু ছাড়া অন্যরা খাগড়াছড়ি জেলা কারাগারে রয়েছে।

তিনি জানান, খাগড়াছড়ি জেলার গুইমারায় প্রবাসী মমিনুল হকের স্ত্রী রাবেয়া বেগম পরকীয়ার জেরে স্বামীকে হত্যার পরিকল্পনা করে। পরে ৫০ হাজার টাকার বিনিময়ে ভাড়াটিয়া খুনি দিয়ে স্বামী মমিনুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে জঙ্গলে লাশ ফেলে রাখা হয়।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয়রা মমিনুলের লাশ দেখে পুলিশে খবর দেয়।

পরে ওই ঘটনায় দায়ের করা মামলায় ঘটনায় পুলিশ ৫ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দেয়। এ মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

রায়ে সন্তোষ প্রকাশ করে খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর বিধান কানুনগো বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় প্রত্যেক আসামিকে মৃত্যুদণ্ড ও ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১