১১ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
সাভারে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে মো. রিয়াদ হোসেন (৩২) নামের এক যুবককে আটক করেছে র্যাব।
শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে র্যাব-৪ এর উপ-পরিচালক মেজর এ এইচ এম আদনান তফাদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সাভার পৌরসভার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে রিয়াদকে আটক করা হয়। তিনি সাভারের মৃত বারেক শিকদারের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের দ্বিতীয় তলায় কম্পিউটার পয়েন্ট অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরে ভুয়া সার্টিফিকেট তৈরি, প্রিন্ট ও বিতরণ করা হয়। পরে র্যাব-৪ এর উপ-পরিচালক মেজর এ এইচ এম আদনান তফাদারের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে অভিযুক্ত রিয়াদকে আটক করা হয়। এ সময় সেখান থেকে একটি মোবাইল ফোন, একটি সিপিইউ, একটি মনিটর, একটি প্রিন্টার, একটি স্ক্যানার, একটি কী-বোর্ড, মাউস এবং ঢাকা শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি জাল সনদ জব্দ করা হয়।
মেজর এ এইচ এম আদনান তফাদার জানিয়েছেন, রিয়াদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এমন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাবে র্যাব।