১১ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তিনটি চোরাই গরুসহ স্বামী হবিব উল্যাহ ও তার স্ত্রী আনোয়ারা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ১০ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের দেলোয়ার হোসেন দিলুর তিনটি গরু চুরি হওয়ার সংবাদ পাওয়া যায়। সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে চুনারুঘাট বরমপুর গ্রামের হবিব উল্যাহর বাড়ি থেকে চুরি যাওয়া তিনটি গরু উদ্ধার করা হয়।
এ ঘটনায় হবিব উল্যাহ (৬২) ও তার স্ত্রী আনোয়ারা খাতুনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় নিয়মিত মামলা করার পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে জানান ওসি অজয় চন্দ্র দেব।
হবিব উল্যাহ শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট (কোণারবাড়ী) বাসিন্দা। তবে বর্তমানে তিনি চুনারুঘাট উপজেলার বরমপুর গ্রামে নতুন বাড়ি করে বসবাস করছেন।